রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ভোলায় ফের তিন গ্যাসের গাড়ি আটক করলেন ছাত্র জনতা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ২২:৫০

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫ ১০:৪২

শেয়ার

ভোলায় ফের তিন গ্যাসের গাড়ি আটক করলেন ছাত্র জনতা
ছবি: বাংলা এডিশন

ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ফের ইন্ট্রাকোর গাড়ি আটক করেছে ছাত্র জনতা।

আজ ২৫ নভেম্বর রাত ১০ টায় ইলিশা গ্যাস লোড করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রাপথে ইলিশা ফেরিঘাট এলাকা থেকে গাড়ি তিনটি আটকে দেন ছাত্র জনতা।

এসময় ছাত্র জনতার দাবির ডাকে মুহূর্তেই সহমত পোষণ করে সড়কে নেমে আসেন সাধারণ মানুষ।

ভোলার ২২ লাখ মানুষের প্রাণের দাবি আদায়ে ঐক্যমত হয়ে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

অন্যদিকে ১১ নভেম্বর ভোলা টু ঢাকা পায়ে হেঁটে লংমার্চ বাস্তবায়ন করে আজ শাহবাগে অবস্থান নেন।

এসময় তারা স্লোগান তোলেন আস্বাশে আর বিশ্বাস নেই, ভোলা - বরিশাল সেতু চাই।

আন্দোলন কারীদের দাবী ভোলা বরিশাল সেতুর দৃশ্যমান কাজ না দেখা পর্যন্ত কোন প্রকার আপোশ হবেনা।

প্রয়োজনে ভোলা থেকে গ্যাস সরবরাহ বন্ধ সহ আরো কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্র জনতার পক্ষে, হাসনাইন আহমেদ, তানভীর শুভ প্রমুখ।



banner close
banner close