রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ২০:৫৯

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫ ২১:০৩

শেয়ার

পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল
সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করে সংগঠনটির উপজেলা শাখা।

দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে নানাভাবে নির্যাতন করে নিঃশেষ করতে চাইলেও আল্লাহ তাকে রক্ষা করেছেন। আমরা বিশ্বাস করি আগামী রাষ্ট্রগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার আপোষহীন মনোভাব এ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।

তিনি আরো বলেন, অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে আইসিইউতে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাই তাৎক্ষণিকভাবে আমরা এই দোয়ার আয়োজন করেছি।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।



banner close
banner close