ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নার্স ও হাসপাতালের মালিককে কারাদ'ণ্ড ও জরি'মানা দেন আদালত।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সেন্টারের নার্স শিরিনা আক্তারের বেডের নিচ থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করা হয়। সরকারি ঔষধ ক্লিনিকে ব্যবহার ও বিক্রির অভিযোগে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানের মালিক ওবায়দুল হক-কে সরকারি ঔষধ অবৈধভাবে মজুত ও ব্যবহারের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে জব্দ করা সরকারি ঔষধগুলো সিলগালা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও খাদিজা আক্তার।
আরও পড়ুন:








