বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় স্থাপিত দুইটি অবৈধ ইটভাটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্কেভেটর মেশিন দিয়ে ভাটাগুলোর কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে জানা যায়, হেলাল উদ্দিন মেম্বারের বিএইচবি ব্রিকস এবং জয়নুল আবেদিনের জেএসবি ব্রিকস নামের দুইটি ইটভাটা মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং–১২০৪/২০২২ এর আদেশ অমান্য করে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘন করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
পরে পরিবেশ সুরক্ষার স্বার্থে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম ও উপজেলা আনসার সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটার কিলন ভেঙে দেয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
এই বিষয়ে সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, হাইকোর্টের আদেশ ও সংশোধিত আইনের বিধান অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর কিলন ভেঙে ফেলা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:








