বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের বর্তমান সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি। ইন্দিরা গান্ধির নির্দেশে ভারতের সংবিধানের মূলনীতিগুলো বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। এতে হাজার হাজার মানুষের রক্তে অর্জিত স্বাধীনতা ভারত মাতার কাছে বিকিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের স্থানীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিশের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিশের হোসেনপুর উপজেলা শাখা।
মামুনুল হক অভিযোগ করেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করে রাখা হয়েছিল। তাই ২০২৪ সালের গণঅভ্যুত্থান অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। হাজার হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত সেই গণঅভ্যুত্থান জানিয়ে দিয়েছে—এ দেশে আর ভারতের আধিপত্য যেমন চলবে না, তেমনি ৭২-এর সংবিধানও চলবে না।
তিনি বলেন, বাংলাদেশকে গড়ে তুলতে হবে ‘৪৭, ৭১ ও ২৪’-এর চেতনায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্যাঁ যদি জয়লাভ করে, তবে জুলাই সনদ বাস্তবায়িত হবে। ৪৭-এর দেশবিভক্তির ভিত্তিতে ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আর দেশে নতুন ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, বিগত সরকারগুলোর আমলে শিল্পপতি, ব্যবসায়ী আর রাজনৈতিক নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও রিকশাচালক, মাঝি, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
সমাবেশে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে হেদায়েতুল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দিয়ে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মাওলানা মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তৃা হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসাবে হেদায়েতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক
মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম , কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।
আরও পড়ুন:








