রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বান্দরবানে শুরু হলো তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ

বান্দরবান, প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১৬:২০

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫ ১৬:২০

শেয়ার

বান্দরবানে শুরু হলো তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ
ছবি: বাংলা এডিশন

সাংবাদিকদের সংবাদ তৈরীর প্রচলিত কর্ম কৌশলে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্লাটফর্মের জন্য সংবাদ তৈরিতে পারদর্শী করার লক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে ৩দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ।

মঙ্গলবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এই ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার।

এসময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর প্রশিক্ষক শাহ আলম সৈকত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ প্রেসক্লাবের বিভিন্ন সদস্য এবং জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৩দিনব্যাপী এই ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল সেটিংস, ক্যামেরা সেটিংস এবং ভিডিও ধারণের নিয়মাবলী, মোবাইল শুটিং, মোবাইল সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা ও এআই এর ব্যবহার, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে প্রশিক্ষকেরা। আর এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের মাল্টি টাস্কার দক্ষ পেশাশক্তিতে রুপান্তর করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ।

প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করে বাংলানিউজ ২৪ ডট কম এর চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মিনহাজুল আবেদীন রিয়াজ চৌধুরী। প্রশিক্ষণে তিনি ডিজিটাল মিডিয়া বিষয়ক বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করেন এবং সাংবাদিকদের যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে আপডেট থাকার আহবান জানান।

৩দিনের প্রশিক্ষণ শেষে আগামী ২৭নভেম্বর বিকালে প্রশিক্ষণের মুল্যায়ন শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদানের মাধ্যমে এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে।



banner close
banner close