রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’ দিয়েছে দুবৃর্ত্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১৬:০৫

শেয়ার

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’ দিয়েছে দুবৃর্ত্তরা
মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’ দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে ভোরের মধ্যে কে বা কারা এই ঘটনা ঘটায় বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিনাইর ডিগ্রি কলেজের মাঠের সামনে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ রয়েছে। সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভের মীর মুগ্ধের কালি মেখে দেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

মুগ্ধমঞ্চ তৈরির উদ্যোক্তা চিনাইর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির হিতৈষি সদস্য ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এ ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, চিনাইর ডিগ্রি কলেজ মাঠে মীর মুগ্ধের একটি মঞ্চ ছিল। কে বা কারা তার ছবিতে কালি দিয়েছে। খবর পেয়ে পুলিশসহ অন্যান সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। আমরা কলেজের কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।



banner close
banner close