পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজায় পুলিশের নিয়মিত তল্লাশিকালে তিন কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ রোমান মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে টোলপ্লাজার চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রোমান মোল্লা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার শ্যামচাঁদ গ্রামের বাসিন্দা এবং হারুন মোল্লার ছেলে। পুলিশ জানায়, তার বহন করা বস্তার ভেতর থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮২ হাজার ৫০০ টাকা।
দুমকি থানার এসআই আবু তালেব জানান, চেকপোস্টে স্থাপিত পুলিশের টিম রাতের নিয়মিত গাড়ি তল্লাশি করছিলো। এ সময় রোমানের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা বস্তায় তল্লাশি চালিয়ে গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা রাত ১১টা ৩০ মিনিটে প্রস্তুত করা হয় এবং পরবর্তীতে তাকে থানায় আনা হয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কাজ চলছে।’
পুলিশের দাবি, পায়রা সেতু এলাকায় নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ফলে সম্প্রতি মাদক পাচার রোধে সফলতা বেড়েছে। তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের কথা জানিয়েছেন।
আরও পড়ুন:








