রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুয়াকাটায় যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প; পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা ও ওষুধ বিতরণ

কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১৪:১৯

শেয়ার

কুয়াকাটায় যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প; পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা ও ওষুধ বিতরণ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের অরকা পল্লীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য সোমবার (২৫ নভেম্বর) একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এই মানবিক স্বাস্থ্যসেবা কর্মসূচি সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে। এলাকায় এ ধরনের উদ্যোগের অভাব থাকায় ক্যাম্পটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করে।

এই কর্মসূচির সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ। এছাড়া লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, “বর্তমান সংকটকালীন সময়ে রাজনৈতিক মতভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। যুবদলের এ স্বাস্থ্যসেবা উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সমাজের অসচ্ছল মানুষের জন্য কাজ করাটাই আমাদের রাজনীতি। যুবদল ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।”

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে দক্ষ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, চর্মরোগ, সর্দিজ্বরসহ সাধারণ রোগের চিকিৎসা পরীক্ষা ও পরামর্শ দেন। পরে পাঁচ শতাধিক রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।

আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও যুবদল একই ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।



banner close
banner close