ব্রাহ্মণবাড়িয়ায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঘাটিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত আবুল কালাম জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
গত ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা পূর্বপাড়া গ্রামে অবস্থিত ঘাটিয়ারা আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, অধ্যক্ষ মো. আবুল কালাম মাদ্রাসার এক ছাত্রীকে একা শ্রেণিকক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। এই ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাটিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালামের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক পদে ছিলেন।’
ওসি আরও জানান, ‘যৌন হয়রানির মামলার পাশাপাশি তিনি রাজনৈতিক মামলাতেও এজাহারভুক্ত আসামি হিসেবে জড়িত।’
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং একজন শিক্ষকের এ ধরনের কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় বিষয়টি আরও আলোচনায় এসেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








