রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১২:৫২

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫ ১২:৫৫

শেয়ার

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লা লাকসাম উপজেলার গন্ডামারা এলাকায় রেললাইনের পাশ থেকে মঈন উদ্দিন অন্তর নামের এক যুবকের লাশ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার সকাল আটটায় পথচারীরা গন্ডামারা রেললাইনের পাশে মঈন উদ্দিন অন্তরের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মঈন উদ্দিন অন্তর-এর পারিবারিক সূত্রে জানায়, কয়েক বছর পূর্বে তার বাবা নুরন্নবী মায়ের সাথে সম্পর্কের বিচ্ছেদ করে। এরই সূত্র ধরে মঈন উদ্দিন অন্তর ধীরে ধীরে মাদক সেবন করতে থাকে। এক পর্যায়ে নিহত মঈন উদ্দিন অন্তর মাদক সেবনের পাশাপাশি ছিনতাই ও চুরির অপকর্মে জড়িত হয়ে পড়ে।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বাংলা এডিশনকে জানান, মঙ্গলবার সকাল আনুমানিক আটটায় এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থল ঢাকা-চট্টগ্রাম রেললাইন গন্ডামারা এলাকায় থেকে নিহত যুবক অন্তরের মরদেহ উদ্ধার করা হয়। মঈন উদ্দিন অন্তরের লাশটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

তবে প্রাথমিক ভাবে পুলিশ ধারনা অন্তরকে হত্যা করে ঘাতকরা। সুবিধাজনক স্থান রেললাইন পাশ হওয়া সেখানে তারা লাশটি ফেলে রেখে চলে যায়। মঈন উদ্দিন অন্তরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, ট্রেনে কাটা পড়ার মতো কোনো কিছুই পাওয়া যায়নি।

নিহত অন্তরের গ্রামের বাড়ি লাকসাম পৌরসভাধীন মোহাম্মদপুর এলাকায়৷



banner close
banner close