রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১২:২৮

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫ ১৩:৫৪

শেয়ার

সিরাজগঞ্জে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক শিশুকে নির্যাতনের ঘটনার তথ্য নিতে থানায় গেলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছলাম আলীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রশ্ন করার এক পর্যায়ে তিনি চ্যানেল এসএর জেলা প্রতিনিধি বাবুল হাসানের প্রতি উত্তেজিত আচরণ প্রদর্শন করেন।

ঘটনাটি ঘটে সোমবার রাতের দিকে শাহজাদপুর থানার ভেতরে। সে সময় থানায় উপস্থিত ছিলেন দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের মামুন রানা, জাগরনী টিভির নুপুর কুমার রায়।

সাংবাদিকদের দাবি, শিশুকে নির্যাতনের ঘটনার অগ্রগতি জানতে চাইলে ওসি বিরূপ প্রতিক্রিয়া দেখান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা বিষয়টি শান্ত করার চেষ্টা করেন। ঘটনাটি শাহজাদপুর প্রেসক্লাবের নেতাদের কাছেও অবহিত করা হয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি সংশ্লিষ্ট ঘটনা অস্বীকার করেন এবং নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অসত্য বলে মন্তব্য করেন।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সাংবাদিক প্রকাশ করলেও পরে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। একই ঘটনায় ফেসবুকে প্রতিক্রিয়া জানান দৈনিক সিরাজগঞ্জ বার্তার সাংবাদিক সোনা মিয়া।



banner close
banner close