চলতি রবিশস্য মৌসুমে বগুড়ায় সারের সংকট তীব্র আকার ধারণ করেছে। ডিলার পয়েন্টে সকাল থেকেই কৃষকদের দীর্ঘ লাইন। তবু মিলছে না প্রয়োজনীয় সার। তার ওপর সরকার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। গ্যাসের দাম বাড়লে কারখানায় সারের উৎপাদন খরচ বাড়বে। এমন আশঙ্কা থেকেই সারের বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছ।
সরেজমিনে, বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকার সরকারি অনুমোদিত 'মেসার্স আপন বিজনেস ফোরাম’ নামে একটি ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায় শত শত কৃষক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। তারপরও চাহিদা মত সার পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের।
কিছুদিন আগে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রতিষ্ঠানটি কৃষকদের মাঝে সার বিতরণ না করে বিভিন্ন দোকানে অবৈধভাবে বিক্রি করছিল। খবর পেয়ে এলাকাবাসী ১৫ বস্তা সারসহ একটি গাড়ি আটক করেছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ ।
স্থানীয় কৃষক আব্দুর রহিম, আমিন, করিসহ আরও অনেকে অভিযোগ করেন, মিলছে না প্রয়োজনীয় সার। তার ওপর সরকার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। গ্যাসের দাম বাড়লে কারখানায় সারের উৎপাদন খরচ বাড়বে। এমন আশঙ্কা থেকেই সারের বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।
তবে মাঠ পর্যায়ের বগুড়ার শাহজাহানপুর উপজেলার উপসহকারী উদ্ভিদ অফিসার বলেন, সরকার সারের ওপর ভর্তুকি দিয়ে আসছে। তাই সার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গ্যাস দাম বাড়ালেও সারের দাম বাড়বেনা বলে আশাবাদী তিনি
আরও পড়ুন:








