রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

মিরসরাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ২০:৩৯

শেয়ার

মিরসরাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাইয়ে ধর্ষণ মামলার আসামী যুবদল নেতা মো. জাবেদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ২৪ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের পলাশ মেম্বার বাড়ির ফিরোজ আহম্মদের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদি উপজেলার কমলদহ বাজারের দক্ষিণ পাশে একটি ঘরে স্বামী-সন্তান সহ বসবাস করে আসছে। গত ৮ মাস ধরে স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেছে। সর্বশেষ গত কয়েকদিন পূর্বে ওই নারী ঘরে না থাকার সুবাদে তার ১৩ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এই বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত জাবেদ হোসেন যুবদলের কোন পদে নেই, তবে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, পুলিশের টিম অভিযান চালিয়ে মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মিরসরাই থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলা নং১৮। আইনানুগ ব্যবস্থা শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close