ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জাসাসের (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলকাস মিয়ার বিরুদ্ধে বহুতল ভবনের ভাড়া আত্মসাত ও দখল করে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগকারীকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ধানসার গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে নাসির মিয়া ও একই গ্রামের ফজলুল হকের ছেলে আলকাস মিয়া যৌথভাবে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা মারকাজপাড়ায় ৪ শতক ৪১ পয়েন্ট জমির ওপর সাড়ে সাততলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন।
ভবনটিতে মোট ১৫টি ফ্ল্যাট রয়েছে, যেগুলো থেকে মাসিক প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা ভাড়া ওঠে। চুক্তি অনুযায়ী উভয়পক্ষের মধ্যে ভাড়া সমান ভাগে ভাগ হওয়ার কথা থাকলেও নাসির মিয়ার অভিযোগ, আলকাস মিয়া গত ছয় বছর ধরে তার অংশের ফ্ল্যাটসমূহ জোরপূর্বক দখল করে রাখছেন এবং প্রাপ্য ৬২ হাজার টাকা করে ভাড়া প্রতি মাসে বুঝিয়ে দিচ্ছেন না।
নাসির মিয়া জানান, “গত ছয় বছর ধরে আমি আমার অংশের ভাড়া পাচ্ছি না। বারবার বলার পরও আলকাস কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং আমাকে হত্যার হুমকি দিচ্ছে।তিনি আরও জানান, ইতোমধ্যে তিনি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আলকাস মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
আরও পড়ুন:








