রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

“চাঁদপুরের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চান নবাগত জেলা প্রশাসক"

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১৮:৪৬

শেয়ার

“চাঁদপুরের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চান নবাগত জেলা প্রশাসক
ছবি: বাংলা এডিশন

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের সঙ্গে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ নভেম্বর, সোমবার বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, “আমি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব ও কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি সময়নিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে জানান, চাঁদপুরের মানুষের উন্নয়নই তার অগ্রাধিকার।

ডিসি আরও বলেন, “আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকার ঘোষণার দিকে দেশ এগোচ্ছে। তাই আমাদের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করবেনএটাই প্রত্যাশা।”

সভায় জেলার ইলিশ উৎপাদন, শহরের চলমান উন্নয়নমূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পরিদর্শন করে পরিবেশ উন্নয়নে করণীয় নিয়েও মতামত তুলে ধরেন।

সভা পরিচালনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সদর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, ডা. মোবারক হোসেন, নারী পিপি অ্যাডভোকেট কোহিনূর বেগম, চাঁদপুর উইমেন চেম্বারের সভাপতি মুনিরা আক্তার, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেঃ শোয়াইব আহমেদ প্রমুখ।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক পৌরসভার পানির দূষণ সমস্যার দিক উল্লেখ করে বলেন, ডাকাতিয়া নদী থেকে ময়লা-আবর্জনামিশ্রিত পানি সংগ্রহ করে সার্কুলেশনের মাধ্যমে শহরবাসীর কাছে সরবরাহ করা হচ্ছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা কার্যকর করার তাগিদ দেন।

বক্তারা আরও বলেন, খাল-বিল, নদী ও শহরের বিভিন্ন স্থানে অবৈধ দখল, অপরিকল্পিত নগরায়ন, মাস্টারপ্ল্যান অনুযায়ী শহর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও এর প্রয়োগ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

সভায় সকল রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



banner close
banner close