রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালীতে জামায়াত নেতাদের মানবিক বললেন বিএনপি’র আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১৮:২৯

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ ১৮:৩২

শেয়ার

পটুয়াখালীতে জামায়াত নেতাদের মানবিক বললেন বিএনপি’র আলতাফ হোসেন চৌধুরী
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে ইতিবাচক মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালীর সুরাইয়া ভবনে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে অন্যান্য রাজনৈতিক দলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসানের দলের সভাপতি ড. শফিকুর রহমানের সঙ্গে আমি সাড়ে পাঁচ মাস জেলে ছিলাম। সাড়ে পাঁচ মাস তাঁর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি। তিনি অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী ব্যক্তি এবং দক্ষ চিকিৎসক।”

জামায়াতের অন্যান্য নেতাদের সম্পর্কেও মন্তব্য করে তিনি বলেন, “জামায়াতের নায়েবে আমির তাহের ভাইয়ের সঙ্গে আমি নয় মাস জেলে ছিলাম। আমরা জেলের পার্টনার, জেলের বন্ধু। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ। আবার তাদের সেক্রেটারি পারওয়ার ভাইয়ের সঙ্গে পাশাপাশি রুমে ছিলামতিনি ও খুব জ্ঞানী ও ভদ্র মানুষ।”

জামায়াতের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক প্রসঙ্গে আলতাফ হোসেন আরও বলেন, “জামায়াতের প্রতি আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট শ্রদ্ধা আছে। তাদের সঙ্গে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানের ক্যান্ডিডেট নাজমুল সাহেবও আমার বন্ধু। গতকালও তাঁর সঙ্গে কথা হয়েছে। নির্বাচন হলে তিনি প্রতিদ্বন্দ্বী নয়, বন্ধু হিসেবেই থাকবেন।”

এ সময় পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবিরসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।



banner close
banner close