ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবীতে ঢাকা শাহবাগে অবস্থান কমসূর্চি পালন করা আন্দোলনকারীদের ডাকে একযোগে ভোলার বিভিন্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
সোমবার ২৪শে নভেম্বর ভোলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও প্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ । এ দ্বীপে মেডিকেল কলেজ নাই, ভাল মানের একটি হাসপাতাল নাই। রাতের আধারে কোন রোগী অসুস্থ্য হলে চিকিৎসার অভাবে মারা যায়। যোগাযোগ ব্যবস্থা ভাল হলে ভোলার জীবনমান পাল্টে যেত বলে দাবী করেন বক্তারা।
সেতু শুধু ভোলার মানুষের না এ সেতু হলে পুরো দক্ষিণাঞ্চলে মানুষের ভাগ্য খুলবে। তাই ভোলার গ্যাস এবং পর্যাপ্ত পরিমান সম্পদ থাকা সত্ত্বেও একটি ব্রীজ হচ্ছে না। সরকারের স্বদিচ্ছা না থাকার জন্য৷
তাই ভোলা থেকে গ্যাস নিতে হলে সেতুসহ ৫ দফা দাবী পূরণের হুশিয়ারী দিয়েছেন মানববন্ধনে বক্তারা।
এ ছাড়া ও ভোলা কলেজ, পরানগঞ্জ হাইস্কুল,চরনোয়াবাদ মুসলিম হাই স্কুল, পশ্চিম ইলিশা বাঘারহাট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
আরও পড়ুন:








