রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুষ্টিয়ায় খালের পাড় কেটে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুষ্টিয়া, প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১৪:০৭

শেয়ার

কুষ্টিয়ায় খালের পাড় কেটে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খালপাড়ের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। দুই-তিন দিন ধরে চলছে মাটি কাটার কাজ। এতে হুমকিতে পড়েছে কৃষিজমি ও খাল। ভেঙে যাচ্ছে চলাচলের পথ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকসহ নানা শ্রেণি পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান অবৈধভাবে খালের মাটি কাটছে। প্রতি গাড়ি ৫০০ টাকা দরে প্রতিদিন অন্তত ৫০ থেকে ৬০ গাড়ি মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার পান্টি - বাঁশগ্রাম বাজার সড়ক ঘেঁষে অবস্থিত পাউবোর খাল। সড়ক থেকে প্রায় ৫০০ মিটার উত্তরের দিকে খালের ওপরের মাটি প্রায় ৫ ফিট গভীর করে ভেকু দিয়ে কাটা হচ্ছে। কাটা মাটি গুলো কয়েকটি সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বা গাড়িতে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। খালের পশ্চিমপাশে কয়েক শত বিঘা কৃষি জমি।

এ সময় না প্রকাশ না করা শর্তে এক কৃষক বলেন, বছর বছর খালের মাটি কেটে ভাটায় বিক্রি করে প্রভাবশালীরা। এবারো দুই তিন দিন হলো শুরু হয়েছে। মাটি কাটলে চলাচলের পথ নষ্ট হয়ে যায়। ফসল ঘরে তুলতে খুব কষ্ট হয়। তার ভাষ্য, মাটি কাটা বন্ধ হলে জনগণের উপকার হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক লাটাহাম্বা চালক বলেন, আমরা লেবার। গাড়ি প্রতি ২০০ টাকা ভাড়ায় কাজ করছি। আপনারা আনিসের সঙ্গে কথা বলেন।

মাটি কাটার অভিযোগ স্বীকার করলেও সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন চাঁদপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান। তিনি বলেন, খালের মাটি সরকারি। কাটা অবৈধ। তবুও সবাইকে ম্যানেজ করেই প্রতিবছর কাটা হয়। প্রতিদিন ৫০ থেকে ৬০ গাড়ি মাটি কেটে ভাটায় দেওয়া হচ্ছে। তার ভাষ্য, প্রতি গাড়ি মাটি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বরইচারা এলাকায় প্রায় ৩ হাজার গাড়ি মাটি আছে। পর্যায়ক্রমে কাটা হবে।

কুষ্টিয়া পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. ইয়ামিন হক মুঠোফোনে বলেন, খালের মাটি কাটার কোনো নিয়ম নেই। খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, চাঁদপুর ইউনিয়নের মোহননগর এলাকায় পাউবো খালের মাটি কাটার অপরাধে শনিবার বিকেলে ৩জনকে ৬৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। অন্য কোথাও মাটি কাটা হলেও অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close