লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় তারকাঁটার বেড়া কাটতে গিয়ে গরু চোরাকারবারী লাভলু হোসেন (৪০) বিজিবির হাতে আটক হয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার বুড়াসারডুবি এলাকায় তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ বড়খাতা বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তের তারকাঁটার বেড়া কাটতে গেলে বিজিবি সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
আটককৃত লাভলু হোসেনের বাড়ি একই এলাকার বুড়া সরাডুবি গ্রামে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি তারকাঁটা কাটার কাটিং প্লাস, ১টি স্মার্টফোন ও ২টি সিমকার্ড।
বিজিবির দাবি, লাভলু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরু চোরাচালানের সঙ্গে জড়িত। তাকে আটক করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
৬১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সীমান্তে গরু চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








