রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিংগাইরে টাকা নিয়ে আসামি ছাড়ার অভিযোগ এসআই জসিমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১৩:৪৭

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ ১৩:৫০

শেয়ার

সিংগাইরে টাকা নিয়ে আসামি ছাড়ার অভিযোগ এসআই জসিমের বিরুদ্ধে
এসআই জসিম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে একটি মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিংগাইর থানার এসআই জসিমের বিরুদ্ধে। গত ১৯ অক্টোবর জিআর ১৯ নং মামলার ২নং আসামি আবুলকে গ্রেপ্তারের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ করেন মামলার বাদীর বোন ফাতেহা।

ফাতেহা জানান, গত ১৯ অক্টোবর তার ভাই সিংগাইর থানায় একটি মারামারির মামলা দায়ের করেন, যার তদন্তভার দেওয়া হয় এসআই জসিমকে। দায়িত্ব পাওয়ার পর আসামি ধরতে আমাদের কাছে টাকা দাবি করে এস আই জসিম। টাকা দিতে রাজি হওয়ার পর ১৯ অক্টোবর বিবাদী আবুলকে তার নিজ বাড়ি বিন্নাডাঙ্গি থেকে গ্রেপ্তার পর তাদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেন এসআই জসিম।

তিনি আরও দাবি করেন, বাদী–বিবাদী উভয়ই তার আত্মীয় হওয়ায় তিনি বিষয়টি নিশ্চিতভাবে জানতে পেরেছেন যে, ২০ হাজার টাকা নিয়ে এসআই জসিম আসামি আবুলকে ছেড়ে দেয় জাতে তিনি আদালত থেকে জামিন নেওয়ার সুযোগ পায়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সঠিক দিন-তারিখ মনে না থাকলেও পুলিশ আবুলকে ধরার পর প্রায় আধা ঘণ্টা দেনদরবার চলতে দেখা যায়, এরপরই তাদে ছেড়ে দিয়ে পুলিশ চলে যায়।

এ বিষয়ে এসআই জসিমের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ফোর্ডনগর থেকে বাড়ি ফেরার পথে নয়াপাড়া মোড়ে বাদীর বড় ভাই মো. ইউসুফ আলী (৪৫) ও তার দুই মেয়েকে লক্ষ্য করে পূর্ব শত্রুতার জেরে দুলালসহ অজ্ঞাতনামা কয়েকজন ওৎ পেতে হামলা চালায়। দুলাল তার হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে ইউসুফ আলীর মাথায় কোপ দিলে তিনি গুরুতর জখম হন। অন্য আসামিরা কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম তৈরি করে।

এ সময় ইউসুফ আলীর শার্টের বুক পকেট থেকে প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে। ইউসুফ আলীর দুই মেয়ে বাধা দিলে আসামিরা তাদেরও হত্যার হুমকি দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা ইউসুফ আলীকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।



banner close
banner close