রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও ফার্নিচার দোকান ভস্মীভূত

স্পেশাল করেসপন্ডেন্ট,বগুড়া

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১২:৫৫

শেয়ার

বগুড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও ফার্নিচার দোকান ভস্মীভূত
ছবি:বাংলা এডিশন

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও ফার্নিচার দোকানের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাড়ীদহ দাখিল মাদ্রাসার দপ্তরি রফিকুল ইসলামের বসতবাড়ি এবং তার ভাড়া দেওয়া ফার্নিচারের দোকানে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শেরপুরের দুটি এবং বগুড়া সদরের একটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতবাড়িসহ পাঁচটি ঘরের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম বলেন, তার ভাড়া দেওয়া ফার্নিচারের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার বসতবাড়িতে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ফার্নিচার দোকানটির মালিক বাবু মিয়া।

শেরপুর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



banner close
banner close