পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ–পিসিএনপি’র শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমানকে।
শুক্রবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ আলকাছ আল মামুন ভূঁইয়ার স্বাক্ষরিত বহিষ্কারাদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব মানুষের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন কাজ করে আসছে পিসিএনপি। তবে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে নির্বাচনে অংশ নেন সংগঠনটির মজিবর। তখন থেকেই তাঁর নানা কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হয়েছে সংগঠনটি। তবে আওয়ামী প্রভাবে কোনো বিতর্ককে তোয়াক্কা করেননি মজিবর।
অভিযোগ আছে, ২০২৪-এর ৫ আগস্টের পর নিজের খোলস বদলে বিএনপি ও জামায়াতপন্থী সেজে টিকে রয়েছেন এই বহুরূপী নেতা। সেই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অগোচরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু লোক নিয়ে কমিটি গঠন করেছেন তিনি। এই ঘটনা সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় তাঁকে নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটিসহ সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি বিভিন্ন বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ করেছেন। এমনকি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, মজিবর বিগত ফ্যাসিস্ট আমলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুরের আস্তাভাজন ছিলেন। এমনকি ৫ আগস্টের আগ পর্যন্ত শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদেও ছিলেন এই দোসর।
আরও পড়ুন:








