রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

দুমকিতে মানবপাচার প্রতারণা ঢাকতে ‘গরু লুট’ নাটক সাজানোর অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ২৩:০১

শেয়ার

দুমকিতে মানবপাচার প্রতারণা ঢাকতে ‘গরু লুট’ নাটক সাজানোর অভিযোগ
ছবি: বাংলা এডিশন

দুমকিতে মানবপাচার প্রতারণার মামলা ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ‘গরু লুটের’ মিথ্যা ঘটনা সাজিয়ে স্থানীয় এক জামায়াত নেতাকে জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

শনিবার (২২ নভেম্বর) রাতে দুমকি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফরোজা রহমান লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, একই এলাকার আব্দুল বারেক মজুমদারের ছেলে আমিনুল ইসলাম মজুমদার ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে তাঁর স্বামীর কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় ৯ লাখ টাকা নেন। মোট ১৩ লাখ টাকার বিনিময়ে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিলেও পরে ভুয়া ওয়ার্ক পারমিট দেওয়ার মাধ্যমে প্রতারণা স্পষ্ট হয়। মামলার পর আমিনুল কারাগারে গেলেও জামিনে মুক্ত হয়ে টাকা ফেরত দেওয়ার কথা বলে পলাতক হয়ে যান

আফরোজা রহমান আরও দাবি করেন, শুধুমাত্র তাঁদের পরিবার নয়এলাকার আরও ১০১২ জনের কাছ থেকেও প্রায় ৫৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। পাওনা টাকা ফেরতের দাবিতে গত বৃহস্পতিবার তাঁরা বারেক মজুমদারের বাড়িতে গেলে তিনি নাকি নিজেই বলেন, “আমিনুলের গরু আছে, নিয়ে যান।” তাঁর নির্দেশে দু’টি গরু আনা হলেও পরে উল্টো তাঁদের বিরুদ্ধে গরু লুটের অভিযোগ তোলা হয়।

তিনি অভিযোগ করেন, ঘটনাটিকে বিকৃত করে তাঁর দেবর এবং স্থানীয় জামায়াত নেতা আবদুল জলিল প্যাদাকে ‘উদ্দেশ্যমূলকভাবে’ জড়ানোর চেষ্টা চলছে, যদিও ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। একটি মহল তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে তৎপর বলে দাবি করেন তিনি।

এদিকে শুক্রবার পঞ্চায়েত বাজারে এক সালিশ বৈঠকে বারেক মজুমদার ও তাঁর স্ত্রী জানান, তাঁরা আমিনুলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। আফরোজা রহমানের বক্তব্য, মানবপাচার প্রতারণার দায় এড়াতে এবং পাওনা টাকা না দিতে পুরো বিষয়টিকে ঘুরিয়ে ‘গরু লুটের’ নাটক সাজানো হয়েছে।

তিনি বলেন, “এ ঘটনায় কোনো লুটপাট হয়নি। সংবাদমাধ্যমে প্রচারিত খবর সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সংবাদ সম্মেলনে তিনি মানবপাচার প্রতারণা চক্রের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত আমিনুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয়দের মতে, মানবপাচার সংক্রান্ত প্রতারণা আড়াল করতে গরু লুটের সাজানো অভিযোগ এনে পুরো ঘটনাকে ঘোলাটে করার চেষ্টা চলছে এবং এতে একজন স্থানীয় রাজনৈতিক নেতাকেও টার্গেট করা হয়েছে।



banner close
banner close