পটুয়াখালীর ইটবাড়িয়ার সরোয়ার হাওলাদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহআলম কাজী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌকিদার, সাংগঠনিক সম্পাদক মো. সুজন গাজী, দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা এবং জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পটুয়াখালী জেলা সদস্য সচিব মো. সোহেল হাওলাদার বক্তব্য রাখেন।
কর্মসূচিতে নিহত সরোয়ার হাওলাদারের স্ত্রী আকলিমা আক্তার, সন্তান সাকিব, সিফাত, তাওহীদ, ভাই দেলোয়ার হাওলাদারসহ কয়েক শত নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, পাওনা টাকা চাইতে গিয়ে ইলিয়াস, ফারুক, সবুজ ও জাহাঙ্গীর সরোয়ারকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কিন্তু হত্যাকাণ্ডের ৯ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে অভিযুক্তরা এলাকায় থেকে সরোয়ারের পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে সরোয়ারের স্ত্রী, সন্তান ও পরিবার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, “হত্যাকাণ্ডে জড়িত হিসেবে এখন পর্যন্ত চারজনের নাম শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যেকোনো সময় গ্রেপ্তারের খবর পাওয়া যাবে।” তবে চলমান তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠি এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হন সরোয়ার হাওলাদার (৪৮)। পরে তাঁর মৃত্যু হয়। নিহত সরোয়ার পুকুরজনা এলাকার সাবেক ইউপি সদস্য গনি হাওলাদারের ছেলে।
আরও পড়ুন:








