রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বহিষ্কার প্রত্যাহারে বগুড়ায় বিএনপি নেতার আল্টিমেটাম

স্পেশাল করেসপন্ডেন্ট,বগুড়া

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ২১:২৭

শেয়ার

বহিষ্কার প্রত্যাহারে বগুড়ায় বিএনপি নেতার আল্টিমেটাম
সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আবারও সরব হয়েছেন। এ বিষয়ে তিনি বিএনপির হাই কমান্ডকে আগামী ৪ ডিসেম্বর২৫ পর্যন্ত সময় বেঁধে দিয়ে চূড়ান্ত আবেদন জানিয়েছেন।

দুপুরে শেরপুর-ধুনট এলাকার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় খোকা বলেন, গত ১৬ বছরে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির অফিস বন্ধ থাকলেও শেরপুরে কখনও তালা পড়েনি। আন্দোলন-সংগ্রাম থেকে সব কর্মসূচি তার নেতৃত্বেই মাঠে বাস্তবায়িত হয়েছে। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরও তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়াকে ‘বৈষম্য’ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিল, তারাই এখন দলের নেতৃত্বে আছে। এই বৈষম্য যদি চলতে থাকে, তাহলে শেরপুর-ধুনট বিএনপির একাংশ যে সিদ্ধান্ত নেবে, সেটাই বাস্তবায়ন করা হবে

জানে আলম খোকা দাবি করেন, সবসময় মাঠে থেকে বিএনপিকে সংগঠিত রেখেছেন তিনিশেরপুরে সাংগঠনিক কাঠামো অটুট রাখার পরও তাকে শাস্তি দেওয়া হয়েছে অবিচারভাবে

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিলন, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, প্রবীণ নেতা মতিয়ার রহমান মতিনসহ স্থানীয় নেতাকর্মীরা

বিএনপি নেতা জানে আলম খোকা ১৯৮০ সাল থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে শুরু হয় পথচলা। বাবার পৌর চেয়ারম্যান থেকে শুরু করে দলীয় শীর্ষ পদে ছিলেন তিনি। তার বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা করেছেিল পতিত সরকার।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জানে আলম খোকাকে বহিষ্কার করে বিএনপি। কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আসন্ন নির্বাচন ও তার চূড়ান্ত আবেদন এবং সতর্কবার্তা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।



banner close
banner close