রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গোবিন্দগঞ্জ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের মূল হোতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ২০:৪৩

শেয়ার

গোবিন্দগঞ্জ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের মূল হোতা গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সোনালী ব্যাংক থেকে "শয়তানের নিঃশ্বাস" দিয়ে অর্থ সহ বিভিন্ন মূল্যবান জিনিষ হাতিয়ে নেয়া শয়তান চক্রের মুল হোতা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রফিকুল নীলফামারী জেলা কিশোরগঞ্জের সোনাকড়ি গ্রামের মৃত তছকিন উদ্দীনের পুত্র। বর্তমানে সে রংপুরের রাধাবল্লভ এলাকায় একটি বাসায় বসবাস করে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক থেকে ২৪ হাজার টাকা উত্তোলন করলে, রফিকুল ১৪ হাজার টাকা হাতিয়ে নেনঘটনার পর ভুক্তভোগী থানায় জিডি করেন।

পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে রফিকুলকে শনাক্ত করে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে ব্যাংকে আসার সময় ব্যাংকের কর্মীরা তাকে চিনে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানিয়েছেন, পাশ্ববর্তী এলাকার ফুটেজ ও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে রফিকুল একজন কথিত “শয়তানের নিঃশ্বাস চক্রের হোতা”। মামলা চলমান রয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।



banner close
banner close