রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মিরসরাইয়ে আগুন পুড়ে ছাই ২৫'শ মুরগীর বাচ্চা, ২০ লাখ টাকার ক্ষতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৮:১৯

শেয়ার

মিরসরাইয়ে আগুন পুড়ে ছাই ২৫'শ মুরগীর বাচ্চা, ২০ লাখ টাকার ক্ষতি
ছবি: বাংলা এডিশন

চটগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন পুড়ে গেছে ২৫'শ ব্রয়লার মুরগির বাচ্চা। রবিবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিন পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী খামারির।

ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন বলেন, আজ দুপুরে কিছু বুঝে উঠার আগেই দেখি খামারে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামার সব মুগরীর বাচ্চা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে।

তিনি আরো বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার উপর মুরগির সেড স্থাপন করেছি। সেই সেডে কাজী ফার্ম থেকে বকেয়া ২৫শ মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ঔষধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা৷ এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর আমরা দেরিতে পেয়েছিদূর্গম পথ হওয়ায় যেতে দেরি হয়ে গেছেধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে



banner close
banner close