জোট থেকে বেরিয়ে আসায় সাতক্ষীরা এবার 'জামায়াতের ঘাঁটি' নয়, জনগণের ভোটের মাধ্যমে 'ধানের শীষের ঘাঁটি' প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
তিনি বলেন, বলা হয় সাতক্ষীরা জামায়াতের ঘাটি। চারটি আসন, চারটিই জামায়াতের। জোটে ছিলাম লোকে ভোট দেওয়ার জায়াগা পেতো না তাই জামায়াতের ভোট দিতো। আমরা অনেকবার চেয়েছি আমাদের দুটো আসন অন্তত ভাগ করে দেন। কিন্তু আমাদের বেগম খালেদা জিয়াকে জামায়াত এতো চাপ দিতো বাধ্য হতেন ছেড়ে দিতে।
জোট থেকে বেরিয়ে আসার পর পরিস্থিতি পাল্টে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আজকে আমরা জোট থেকে বের হয়ে এসেছি। এখন এখানে জামায়াতের ঘাটি নাকি ধানের শীষের ঘাটি ইনশাআল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবেন।
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোট দেওয়ার উপযুক্ত পরিবেশ পাচ্ছিল না। এখন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে দাবি করে বিএনপির এ প্রার্থী আরও বলেন, মানুষ এতো দিন ছিলো চুপ করে, ভোট দেওয়ার জায়াগা পাচ্ছিল না। হিন্দুরাও এখন বলছে আমরা ভোটটা দেব কোথায়? আমরা নিরাপদ কোথায়? আমরা কোন দলে ভোটটা দিলে নিরাপদ থাকতে পারবো? ওনারা বলছেন একটা শক্ত প্রার্থী আমাদের ভাইস চেয়ারম্যান দিয়েছেন। আমরা ভোট দেওয়ার জায়গা পেয়েছি। বহুদিন ধানের শীষে ভোট দিতে পারিনি, এবার ভোট দেব।
সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজজামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সীমন্ত আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান এবং সাতক্ষীরা সিটি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল আজিজ।
সভায় সাতক্ষীরা সিটি কলেজের উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক তপন কুমার দে, তরুণ কান্তি সানা, মোঃ বেলাল হোসেন, মোঃ শফিউর রহমান, হারিরা খানম, মোঃ শফিউল আলম, মোঃ আব্দুল জলিল, সৈয়েদা সুলতানা শীলা, মোঃ আরিফ হোসেন, মোঃ ইমরুল হোসেন মিন্টু প্রমুখসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








