রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গাজীপুরে চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৭:৪০

শেয়ার

গাজীপুরে চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ
ছবি: বাংলা এডিশন

গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে ও ইউরোপ এইড ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মোট ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

সভায় ড. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোহাঃ জামাল উদ্দিন।

প্রধান অতিথি মোহাঃ জামাল উদ্দিন বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শারীরিক প্রতিবন্ধকতার কারণে কেউ যেন পিছিয়ে না পড়েএই লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এমন সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর যুবক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ সাকের,টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূইয়া,গাছা থানায় জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাষ্টার, জামায়াতে নেতা ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নেয়ামত উল্লাহ ভূইয়া,ইউরোপ এইড ফাউন্ডেশনের কর্মকর্তা ইমরুল কায়েসসহ স্থানীয় নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিউপকারভোগীরাসময় উপস্থিত ছিলেন



banner close
banner close