রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালীর দুমকিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৬:২৮

শেয়ার

পটুয়াখালীর দুমকিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর দুমকির লোহালিয়া নদীতীরের সন্তোষদি এলাকায় অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা পুরোপুরি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর ব্যবহার করে ভাটার সব স্থাপনা ভেঙে ফেলে। অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।

প্রশাসন জানায়, খাস জমি ও ফসলি জমির ওপর গড়ে ওঠা এ ইটভাটায় পরিবেশ বিধিমালা না মেনে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বেচাকেনা চলছিল। অভিযানকালে চিমনি, চুল্লি ও অন্যান্য অবকাঠামো ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দল পানি ছিটিয়ে ভাটায় থাকা কাঁচা ইট নষ্ট করে দেয়।

স্থানীয়রা জানান, গত বছর একই ভাটায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে ভাটা মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়াপাল্টা ধাওয়াস্ক্যাভেটর চালককে মারধরের ঘটনা ঘটেপরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সে সময় অভিযান স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা

সূত্র আরও জানায়, আংশিক উচ্ছেদের পরও ভাটার মালিকরা পুনরায় অবৈধভাবে ইট উৎপাদন শুরু করেপরে বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষাকৃষিজমি সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধেধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।



banner close
banner close