রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গাজীপুর, প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৫:০৯

আপডেট: ২৩ নভেম্বর, ২০২৫ ১৫:০৯

শেয়ার

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ছবি: বাংলা এডিশন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রবিবার সকালে জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ কমিশনার তার দায়িত্ব গ্রহণের পর নিরাপত্তা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ দমনসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি আরও বলেন, গাজীপুর একটি দ্রুত বর্ধনশীল শহর। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চাঁদাবাজি দমন, যানজট নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। এজন্য পুলিশের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়ে মতামত তুলে ধরেন।



banner close
banner close