রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাঁশখালীতে চারদিন পর মাটিচাপা লাশ উদ্ধার; স্ত্রী-পুত্র পুলিশ হেফাজতে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৪:১০

শেয়ার

বাঁশখালীতে চারদিন পর মাটিচাপা লাশ উদ্ধার; স্ত্রী-পুত্র পুলিশ হেফাজতে
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্বামী–স্ত্রীর পারিবারিক কলহকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার চারদিন পর বাড়ির পাশের মাটি চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আশরাফ মিয়া ফকির (৫৫) কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফরিদ আহমদের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে আশরাফ মিয়া ফকির ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া হয়। ঝগড়ার সময় তার শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয় বলে স্থানীয়দের দাবি। ঘটনার রাতেই তাকে পলিথিনে মুড়িয়ে বাড়ির পাশে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়।

রবিবার সকালে স্থানীয়রা কাঁচা মাটির ওপর থেকে একটি মানুষের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের সহায়তায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহই হত্যার কারণ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলে মো. রাশেদকে হেফাজতে নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।



banner close
banner close