রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিংগাইরে দুর্বৃত্তের হামলায় নিহত এক

সিংগাইর,মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ০৮:৪৪

শেয়ার

সিংগাইরে দুর্বৃত্তের হামলায় নিহত এক
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে দুর্বৃত্তদের হামলায় শারপিন মোল্লা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে । শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা কারা হয়।

নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে।

নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা জানান, সন্ধ্যার পর শারপিন মোল্লা বাড়ির পশ্চিম পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

শারপিন মোল্লাকে গুরুতর আহত অবস্থায় সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কমিটিতে শারপিন মাদবরের নাম থাকলেও বর্তমান কমিটিতে তার নাম নেই বলে জানা গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।



banner close
banner close