রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জনগণ পরিবর্তন চায়, বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে: মোশাররফ হোসেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ২০:৫৭

শেয়ার

জনগণ পরিবর্তন চায়, বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে: মোশাররফ হোসেন
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি দেশের গণমানুষের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক বিজয় অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, “জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।

শনিবার বিকেলে ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে গণতান্ত্রিক পরিবেশ, বাকস্বাধীনতা, ভোটাধিকার ও নাগরিক অধিকার ক্রমাগত হরণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটই প্রমাণ করে—দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও প্রশাসনকে দলীয়করণের ফলে দেশ গভীর সংকটে পড়েছিল।

মোশাররফ হোসেন বলেন, “যে সরকারের ওপর জনগণের আস্থা থাকে না, সেই সরকার জনরোষের মুখে টিকে থাকতে পারে না।

তিনি তার বক্তব্যে আরও দাবি করেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার নিজেদের অকার্যকারিতা প্রমাণ করেছে। একাধিক জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেও জনসমর্থন না পাওয়ার কারণে তারা জনগণের আস্থার বাইরে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পটুয়াখালী–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, এ অঞ্চলের সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামগ্রিক উন্নয়নে বিএনপি সরকারই টেকসই সমাধান দিতে সক্ষম। তিনি বলেন, “ধানের শীষকে জয়ী করতে না পারলে এ এলাকার মানুষ উন্নয়নের সুফল বঞ্চিত হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মো. নাসির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো।

বিএনপির এই জনসভায় নেতাকর্মী–সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মাঠ উপচে পড়ে এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



banner close
banner close