রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ফরিদপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফরিদপুর, প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ২০:৫১

শেয়ার

ফরিদপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ছবি: প্রতীকী

ফরিদপুরের বোয়ালমারীতে আঞ্চলিক সড়কের পাশ থেকে পরিচয়হীন এক যুবকের (প্রায় ৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, তাঁকে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।

শনিবার দুপুরে মাঝকান্দি -ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের চতুল ইউনিয়নের বনচাকী রামচন্দ্রপুর এলাকার একটি ব্রিজের পাশ দিয়ে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা প্রথমে লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিকেলে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকের মাথা ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন এবং শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছিল। তাঁর পরনে ছিল কালো হুডিসদৃশ শীতবস্ত্র এবং জিনসের প্যান্ট। স্থানীয় কেউই নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি।

বোয়ালমারী থানার উপপরিদর্শক রাজিব আহমেদ বলেন, এখনো নিহতের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর মরদেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



banner close
banner close