রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১৯:৩৩

শেয়ার

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ছবি: বাংলা এডিশন

কিশোরগঞ্জের বাজিতপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে তার নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতা–কর্মীরা সদরে আসার পথে একাধিক স্থানে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড়, সরিষাপুর ও হালিমপুরসহ বিভিন্ন পয়েন্টে মিছিল ও গাড়ি বহরে গুলি ছোড়া হয় এবং পথরোধ করে মারধর করা হয়।

সরারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান জানান, ইউনিয়ন থেকে কোর্ট মাঠে মিছিল নিয়ে আসার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ কয়েকজন আহত হন।

গাজিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া বলেন, কোর্ট মাঠমুখী মিছিলে উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের অনুসারীরা হামলা করেন। এতে তিনিসহ আরও কয়েকজন আহত হন।

জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপির সমর্থন পেয়ে সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে মিছিল আয়োজন করা হয়। অথচ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা পথে পথে তাদের ওপর হামলা চালায়। তাদের দাবি—এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

সৈয়দ এহসানুল হুদা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন সন্ত্রাসী কায়দায় মিছিলে গুলি চালিয়েছে এবং বিভিন্ন স্থানে হামলা করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করা হবে।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অভিযোগ অস্বীকার করে বলেন, বড় কোনো সংঘাত হয়নি এবং তাদের নেতা–কর্মীরা এতে জড়িত নন।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন বলেন, কিছু গণ্ডগোলের খবর পাওয়া গেছে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close