রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মানিকগঞ্জে ২০০ লিটার চোলাই মদসহ দম্পতি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১৯:২৪

শেয়ার

মানিকগঞ্জে ২০০ লিটার চোলাই মদসহ দম্পতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ২০০ লিটার চোলাই মদসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়িতে পুলিশ এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আমিনুর খান ও তাঁর স্ত্রী মোছা. সেলিনা।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দম্পতি পালাতে চাইলে ধাওয়া দিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযানের সময় বাড়ির একটি কক্ষ থেকে চারটি গ্যালনে মোট ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতিটি গ্যালনে ৫০ লিটার করে মদ ছিল। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মদ জব্দ করে নমুনা সংগ্রহ করে পুলিশ।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই পার্থ শেখর ঘোষ বলেন, ‘গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসায় জড়িত। বিক্রির উদ্দেশ্যেই মদ মজুত করা হয়েছিল।’

কেউ সহযোগী হিসেবে যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পালানোর চেষ্টা করার সময় আমিনুর বাড়ির টিনের বেড়া ও কাঠে ধাক্কা লেগে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আহত হন। তাঁকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার বিষয়ে এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(গ) ও ৪১ ধারায় মামলা করেছেন। গ্রেপ্তার দম্পতিকে আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close