হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের 'শাপলা বিল' এখন পর্যটকদের নতুন আকর্ষণ। চা বাগান ঘেরা প্রাকৃতিক পরিবেশ, সবুজ অরণ্য আর লাল শাপলার মনোমুগ্ধকর দৃশ্য মিলিয়ে বিলটি স্থানীয়দের কাছে ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত হয়ে উঠেছে।
শরতের আগমণ থেকে শীতের শুরু পর্যন্ত ভোরের আলোয় লাল শাপলায় রঙিন হয়ে ওঠে পুরো বিল। কুয়াশার চাদরে মোড়া সকাল আর পাখির কলতান মিলিয়ে এখানকার পরিবেশ অতুলনীয়। এসব কারণে প্রতিদিনই স্থানীয় ও দূরদূরান্তের অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসছেন।
ঘুরতে আসা পর্যটক ইশতাহমি জারা বলেন, এখানে এসে বুঝলাম প্রকৃতির কী অপূর্ব সৌন্দর্য লুকিয়ে আছে চুনারুঘাটে। পাহাড়, আকাশ আর শাপলার সৌন্দর্য মিলিয়ে এটি যেন অন্য এক অনুভূতি।
তবে অনেক দর্শনার্থীরা শাপলা তুলে নষ্ট করায় ক্ষোভ তৈরি হচ্ছে স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ—অসচেতনতার কারণে এই অনন্য প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা সংরক্ষিত বন, দমদমিয়া লেক ও শাপলার বিলের সংমিশ্রণে এখন শীতকালীন ভ্রমণপিপাসুদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ।
চুনারুঘাটের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এসব স্থানকে রক্ষা ও নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন:








