হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১), সিপিসি-৩ এর একটি দল মাধবপুর থানাধীন রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে ইব্রাহিম মিয়া টিটু (৪০) কে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুরের একটি ঘরে মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি চলছে জানতে পেরে ভোর ৪টা ৫০ মিনিটের দিকে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটকের পর তার হেফাজত থেকে পলিথিনে মোড়ানো ৭ বস্তায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, ইব্রাহিম দীর্ঘদিন ধরে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এর সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








