রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল হামলা: ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০৯:০৯

শেয়ার

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল হামলা: ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, নগরের কেওয়াটখালী এলাকার মো. মাসুদ রানা, আকুয়া বোর্ডঘর এলাকার মো. আরিফ, মো. বিপুল, আকুয়া ওয়্যারলেছ গেট এলাকার মো. রাজন। তার সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বুধবার রাত তিনটার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেনপরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়



banner close
banner close