রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ নিহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০৮:৫৭

শেয়ার

নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ নিহত পাঁচ
ছবি: সংগৃহীত

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেওয়াল চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রশাসক বলেন, ভূমিকম্পের প্রভাবে সদর, ‘পলাশ ও শিবপুরে বাবা-ছেলেসহসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ হতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন টিমের মাধ্যমে সমন্বয় করে খোঁজখবর নেয়া হচ্ছে। সরকারের নির্দেশনা মতে পরবর্তীতে সব ধরনের সহায়তা করা হবে।’

এদিকে শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঘটে যাওয়া ভূমিকম্পের পর থেকে সন্ধ্যা পর্যন্ত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শতাধিক মানুষ।

নিহতরা হলেন, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বল, তার ছেলে হাফেজ মো. ওমর, পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া, কাজীরচর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর ও পলাশ উপজেলার মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়। এই ভূমিকম্পে নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়।



banner close
banner close