রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালীর গলাচিপায় ৮০০ পিছ ইয়াবাসহ আটক দুই

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২৩:৪৪

শেয়ার

পটুয়াখালীর গলাচিপায় ৮০০ পিছ ইয়াবাসহ আটক দুই
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর গলাচিপায় ৮০০ পিছ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানার পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে খেয়াঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলো নোয়াখালীর মাইজদি থানার পূর্ব মাইজচড়া এলাকার কামাল ব্যাপারির স্ত্রী মোসাঃ সালমা বেগম (৩৫) এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের দক্ষিণ রনগোপালদি গ্রামের মো. ফোরকান বয়াতির ছেলে মো. পলাশ বয়াতি (৩০)।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেআটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন , উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তারকৃতদের থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close