রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় সুপারির ঝুড়িতে লুকোনো ২৭'শ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২৩:২৯

শেয়ার

বগুড়ায় সুপারির ঝুড়িতে লুকোনো ২৭'শ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক
ছবি: বাংলা এডিশন

বগুড়ায় সুপারির ঝুড়ির নিচে বিশেষ কৌশলে লুকানো ২'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার।

তিনি জানান, দুপুরে শহরের সেউজগাড়ী পানির ট্যাংকির রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জোনাল অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. আব্দুল ওয়াহাব (৪০)। তার বাড়ি কাহালু উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে শিবগঞ্জের জামুরহাট এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত।

ডিবি পুলিশ জানায়, রেলওয়ে স্টেশন এলাকার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেউজগাড়ী এলাকায় একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। সংবাদের সূত্র ধরে এসআই শামীমের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াহাবকে ধাওয়া করে আটক করা হয়

পরে তার হাতে থাকা সাদা রঙের বস্তা ও নীল রঙের প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে কাঁচা সুপারির নিচে অতিরিক্ত প্লাস্টিক প্রলেপ দিয়ে লুকানো অবস্থায় ২৭'শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনেই এসব আলামত জব্দ করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার আরো জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেতিনি দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা সংগ্রহ ও বিক্রি করে আসছে বলে জানাগেছে। বৃহস্পতিবারও বিক্রির উদ্দেশ্যেই ইয়াবা নিজের হেফাজতে রেখেছিলেন।

পালানোর সময় পড়ে গিয়ে তার সামান্য আঘাত লাগে বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় শাজাহানপুর থানায় মামলা দায়েরের করা হয়েছে



banner close
banner close