রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুষ্টিয়ায় দুইপক্ষের গোলাগুলিতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২৩:২২

শেয়ার

কুষ্টিয়ায় দুইপক্ষের গোলাগুলিতে একজন নিহত
সংগৃহীত ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে রেফাজুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রায়টাঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে লালন নামের একজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম।

নিহত রেফাজুল ইসলাম ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার জামাত মন্ডলের ছেলে এবং আহত লালন ইসলাম একই এলাকার কালু মাঝির ছেলে।

স্থানীয় সূত্র জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় দুইপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিলো। আজ হঠাৎ করে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় রেফাজুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় লালন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেনতিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি শহিদুল ইসলাম জানান, দু'পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন। আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।



banner close
banner close