রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নবীনগরে বিএনপির মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২১:২৮

শেয়ার

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নবীনগরে বিএনপির মশাল মিছিল
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নবীনগর উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিছিলে উপজেলার ২১টি ইউনিয়ন এবং পৌরসভার সবকটি ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

মশাল মিছিলটি আলীয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে নবীনগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসকে ব্রাহ্মণবাড়িয়া-০৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রদান করতে হবে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা " দুর্দিনের তাপস ভাই "গণমানুষের প্রার্থী তাপস ভাই" এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় নেতারা বলেন, “তাপস ভাই দীর্ঘদিন ধরে দলের প্রতি নিবেদিতনেতাকর্মীদের আবেগ-অনুভূতির প্রতিফলনই আজকের এই মশাল মিছিল।”

নবীনগরে হাইব্রিড নেতাকে মেনে নেয়া হবে না বলেও স্লোগান দেন তারা।



banner close
banner close