রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নরসিংদীতে ভূমিকম্পে আহত ছেলের পর চিকিৎসাধীন বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২০:৫৮

শেয়ার

নরসিংদীতে ভূমিকম্পে আহত ছেলের পর চিকিৎসাধীন বাবার মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্পে ঘটনায় নরসিংদী দেয়ালে চাপা পড়ে আহত ১০ বছরের শিশু ওমরের মৃত্যুর পর তার বাবা উজ্জ্বল মারা গেছেন। তিনি পাট গবেষণা ইনস্টিটিউটে অফিস সহকারী পদে চাকরি করতেন।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

নিহতের আত্মীয় জাকির জানান, ভূমিকম্পের সময় বাসার দেয়াল ধসে তার তিন সন্তান এবং উজ্জ্বল নিজে আহত হন। পরে আহত অবস্থা তাদের চারজনকে নরসিংদী সদরে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে ভাই উজ্জ্বল এবং তার ১০ বছরের সন্তান ওমরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আনার পর দুপুরের দিকে তার ছেলে ওমর মারা যায় এবং তাকে আইসিইওতে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইসিইউতে মারা যান উজ্জ্বলতার এক মেয়ে বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং একজনের অবস্থা উন্নতি হওয়ায় তাকে বাসায় পাঠানো হয়েছে

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নরসিংদীতে আহত উজ্জ্বল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে ভূমিকম্পে আহত ১০ বছরের শিশু ওমর ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।



banner close
banner close