রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২০:১৯

শেয়ার

জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এম এ মুহিতের তত্ত্বাবধানে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দিচ্ছেন। চিকিৎসা বিভাগগুলোর মধ্যে রয়েছে জেনারেল সার্জারি, চক্ষু, মেডিসিন, গাইনি, শিশু, নাককানগলা, অর্থোপেডিকস এবং ঠোঁট ও তালু কাটা চিকিৎসা। রোগীরা বিনামূল্যে পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষার প্রাথমিক স্ক্রিনিং সুবিধা পাচ্ছেন। সীমিত পরিসরে ওষুধ বিতরণ এবং মাশিশু স্বাস্থ্যবিষয়ক পরামর্শের ব্যবস্থাও রাখা হয়েছে। নারী ও বয়স্ক রোগীদের জন্য আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে। ক্যাম্পে ছানি এবং ঠোঁটতালু কাটা রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের সুযোগও রাখা হয়েছে।

চিকিৎসা কার্যক্রমের প্রচারে লিফলেট বিতরণ করেছে জিয়া সাইবার ফোর্স। এতে অংশ নেন খুকনী ইউনিয়নের সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মাসুদ কারখী, সাবেক ছাত্রনেতা প্রভাষক জাহাঙ্গীর হোসেন এবং ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর রহমানসহ স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।

এ ক্যাম্পের মাধ্যমে এলাকায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয় জনগণের চিকিৎসা সুবিধা বাড়াতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।



banner close
banner close