রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ভূমিকম্পে আতঙ্ক: টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ৩০ বন্দী শিশু আহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২০:০৭

শেয়ার

ভূমিকম্পে আতঙ্ক: টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ৩০ বন্দী শিশু আহত
সংগৃহীত ছবি

ভূমিকম্পের আতঙ্কে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ৩০ জন বন্দী আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে কেন্দ্রটিতে। আতঙ্কে দৌড়াদৌড়ির এক পর্যায়ে পদদলিত হয়ে তারা আহত হয়।

আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই আহত বন্দীরা চিকিৎসা নিতে হাসপাতালে আসে এবং তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এ বিষয়ে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখার তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক ইমরান খান বলেন, “ভূমিকম্পের সময় বন্দীরা ভয় পেয়ে দ্রুত দৌড়াদৌড়ি শুরু করলে পদদলিত হয়ে প্রায় ৩০ জন আহত হয়। যাদের অবস্থা বেশি গুরুতর, তাদেরকে কেন্দ্রের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত সেবা দেওয়া হচ্ছে।”

শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ গুরুতরভাবে হতাহত হয়নি; সবাই মূলত আতঙ্কের কারণেই আহত হয়েছেন।



banner close
banner close