রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

এক ফ্যসিস্ট দূর হয়েছে, নতুন ফ্যসিস্ট বাংলাদেশে চেপে বসেছে : মুফতি ফয়জুল করীম

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২০:০২

শেয়ার

এক ফ্যসিস্ট দূর হয়েছে, নতুন ফ্যসিস্ট বাংলাদেশে চেপে বসেছে : মুফতি ফয়জুল করীম
ছবি: বাংলা এডিশন

২৪শের জুলাই-আগষ্টে আন্দোলনে আমারা সামনে ছিলাম আন্দোলন করেছি সংগ্রাম করেছি। ছিলাম ট্যংক ও গুলির সামনে।তাই যাঁরা বিদেশি আছে দেশের জন্য তাদের মায়া থাকতে পারে না। যারা রাজপথে ছিল না তাদের দেশের জন্য মায়া থকতে পারে না। আমদেরও ছাত্র- জনতার আন্দোলনের কারণে দেশ থেকে ফ্যসিস্ট দূর হয়েছে। আরেক নতুন ফ্যসিস্ট বাংলাদেশে চেপে বসেছে।আপনারা ইতোমধ্যে দেখছেন চাঁদা না পেয়ে স্ত্রীকে গন ধর্ষণেরমতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে দেশে। তাই আপনাদের কাছে অনুরোধ আপনার তো নৌকা ধান সবই দেখছেন এবার আমাদের একটু সুযোগ দেন- নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার (২১ নভেম্বর) ঝালকাঠির রাজাপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকেলে রাজাপুর উপজেলা মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কারী ইব্রাহিম আল হাদী। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় ও সকলকে হাতপাখায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়।



banner close
banner close